বিএম কলেজে শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষকদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে।
এ সময় শিক্ষার্থীরা রসায়ন ভবনের নিচে থাকা বিএম কলেজ ডিবেটিং ক্লাব ও রেড ক্রিসেন্ট ক্লাবের সাইনবোর্ড টানানো দুটি কক্ষে ভাঙচুর চালায়। পরে কলেজ অধ্যক্ষ ড. ইমানুল হাকিম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন।
শিক্ষার্থীরা জানায়, কলেজের রসায়ন বিভাগের একাডেমিক ভবনে কক্ষের সংকট বহুদিন ধরে। কিন্তু এ ভবনের একের পর এক রুম দখল করে নিচ্ছে বিভিন্ন সংগঠন। সর্বশেষ বিভাগের দায়িত্বশীল কাউকে কিছু না বলে রেড ক্রিসেন্ট ক্লাবের নামে বিভাগের একটি কক্ষ দখল করা হয়। এ সময় ওই সংগঠনের সদস্যরা রসায়ন বিভাগের কয়েক লাখ টাকার মালামালের ক্ষতি সাধন করে। এ বিষয়ে শিক্ষকদের জানানো হলেও তারা কোনো ভ্রূক্ষেপ করেনি।
এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষকরা জানান, তাঁদের মৌখিকভাবে বলে কলেজের কতিপয় শিক্ষার্থী কক্ষ দুটি দখল করে। তবে কোনো লিখিত আদেশ পাননি তাঁরা। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ব্যবস্থা নেবেন বলে জানান শিক্ষকরা।