মুদ্রার দোষ!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/07/photo-1452182529.jpg)
১১৭ জন বেকারি মালিক সমাবেশের আয়োজন করেন। আজ বৃহস্পতিবার নরসিংদী শহরের শেরেবাংলা ক্লাবে আয়োজিত সমাবেশে বেকারির মালিকরা এসেছিলেন পাঁচ টাকার ধাতব মুদ্রা নিয়ে। টেবিলের ওপর থরে থরে সাজিয়ে রাখা হয় পলিথিন ব্যাগ ভর্তি এসব ধাতব মুদ্রা। ওই টেবিলের ওপর ছিল প্রায় পৌনে দুই কোটি টাকা। যার সবই পাঁচ টাকার ধাতব মুদ্রা।
এসব মুদ্রা থাকাই কাল হয়ে দাঁড়িয়েছে বেকারি মালিকদের জন্য। এসব টাকা অলস পড়ে আছে। বেকারি মালিকদের অভিযোগ, সরকারি ও বেসরকারি কোনো ব্যাংকই এসব ধাতব মুদ্রা গ্রহণ করছে না। সচল টাকা এভাবে অচল হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেকারির মালিকরা। আর এ কথা সাংবাদিক আর অন্য সবাইকে জানাতেই এ সমাবেশের আয়োজন। এতে মালিকদের পাশাপাশি ছিলেন বিক্রয় প্রতিনিধিরাও।
নরসিংদী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হাজী ফুড প্রোডাকশনসের স্বত্বাধিকারী মো. জহির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি রিপন সরকার, মনোহরদী বেকারি মালিক সমিতির সভাপতি মো. নূরু মিয়া, মো. জাকির হোসেন, রতন সাহা, রফিক মিয়া প্রমুখ।
বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহির হোসেন বলেন, ‘বাংলাদেশের বেকারিগুলোতে টাকার পাশাপাশি ধাতব মুদ্রার লেনদেন তুলনামূলক বেশি হয়। সাম্প্রতিক সময়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক পাঁচ টাকার মুদ্রাসহ এসব বিভিন্ন ধাতব মুদ্রা গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। তাই বেকায়দায় পড়েছে জেলার ১১৭টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মালিকদের কাছে অলস পড়ে আছে প্রায় পৌনে দুই কোটি টাকা। টাকার লেনদেন না হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা।
ব্যাংকগুলো অনতিবিলম্বে এসব মুদ্রা গ্রহণ না করলে বাংলাদেশ ব্যাংকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।