রাজবাড়ীতে দুই হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
রাজবাড়ীতে ইয়াবা বিক্রেতা সন্দেহে নাজমুল হাসান প্রিন্স (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দুই হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে প্রিন্সকে আটক করে রাজবাড়ী থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আটক প্রিন্সের বাড়ি সদর উপজেলার ভাণ্ডারিয়া গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভাণ্ডারিয়া গ্রামের মনোয়ার হোসেনের বাড়িতে কয়েকজন ইয়াবা বিক্রেতা মাদকের একটি চালান নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবরের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে গেলেও প্রিন্সকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ি থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।