সিরাজগঞ্জে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামের আয়েন সরকারের ছেলে রাকিবুল ইসলাম (২৮), মৃত হযরত প্রামাণিকের ছেলে আব্দুস সালাম (২৬), সোহরাব আলীর ছেলে জুয়েল আহমদ (৩০) ও ইয়াসিন আলীর ছেলে আব্দুল জব্বার (২২)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, শুমধ্যমরিচ গ্রামের হাসমত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুস সালামের বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৯ সালের ১০ ডিসেম্বর রাতে হাসমত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সালাম। পরে গ্রামের জমির সেচের নালার কাছে আসামিরা হাসমতকে গলা কেটে ফেলে রেখে যায়। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক একই বছরের ১২ ডিসেম্বর ছয়জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা করেন।