মুন্সীগঞ্জে অস্ত্র মামলার আসামিকে সাত বছর সাজা
মুন্সীগঞ্জে রকি বেপারী নামের অস্ত্র মামলার আসামিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুন্যাল আদালত। মঙ্গলবার বিকেল ৫টায় স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ রায় দেন।
আসামি রকি বেপারীর (১৯) বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ যশলদিয়া গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রকি বেপারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের সাহায্যে লৌহজং উপজেলার মাওয়াঘাটে আধিপত্য বিস্তার করে নানা অপকর্ম করে আসছিল। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি অস্ত্রসহ রকি ও তাঁর সহযোগী এক কিশোর পুলিশের হাতে ধরা পড়েন। দীর্ঘ শুনানি শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আসামি রকিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী স ম হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল মতিন।
এ মামলায় পিস্তলসহ গ্রেপ্তার হওয়া অপর আসামি কিশোর হওয়ায় তার মামলা কিশোর আদালতে বিচারাধীন রয়েছে।
এর আগে গত সোমবার মুন্সীগঞ্জের একই আদালত অস্ত্র মামলায় একজনকে ১৭ বছর কারাদণ্ডাদেশ দেন।