মুন্সীগঞ্জে নদী থেকে মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকার ইছামতি ও ধলেশ্বরী নদীর মোহনা থেকে অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
হাতিমাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কমলাঘাট এলাকার নদী থেকে অজ্ঞাতপরিচয় হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে স্রোতে ভেসে মুন্সীগঞ্জের ইছামতি ও ধলেশ্বরী নদীর মোহনায় চলে এসেছে। কে বা কারা তাকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে তা জানা যায়নি। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।