ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ, একজন নিহত
খুলনার ফুলতলায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনিস শেখ (৪০)। তিনি অভয়নগর থানার গথিপুর গ্রামের আজগার আলীর ছেলে।
আহত ব্যক্তিদের মধ্য থেকে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন- লিটন (৩০), মিকাইল (২৯) ও সামাদ (৩২)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্য পাঁচজনকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা থেকে নওয়াপাড়াগামী মাহেন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। আর এতে ঘটনাস্থলেই আনিস শেখ নিহত হন।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ট্রাক ও মাহেন্দ্রটি উদ্ধার করে ফুলতলা থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুললা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা