১৪৪ ধারা ভঙ্গ করে এমপির বিরুদ্ধে মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/16/photo-1452961133.jpg)
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগ ও কৃষক লীগ একই সময়ে সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ আদেশ জারি করা হয়।
সকাল থেকে দলীয় কার্যালয়ে পুলিশ অবস্থান নেয়। তবে কৃষক লীগের নেতাকর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে বেলা ১১টার দিকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দলীয় কার্যালয় এলাকায় আসেন। কার্যালয়ে ঢুকতে না পেরে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন এবং রাস্তার পাশে সাটানো এমপির বেশ কয়েকটি ফেস্টুন-ব্যানার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের দোকান ভাঙচুর করেন। পরে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশ করেন কৃষক লীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।