বিমানের টয়লেটে মিলল ১২ কেজি সোনার বার

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ মঙ্গলবার ব্যাঙ্কক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

শাহজালাল বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক মোবাইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

শহীদুজ্জামান জানান, রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৭ বিমানটির টয়লেটের ভেতর সোনার বারগুলো লুকানো ছিল। তল্লাশি চালিয়ে শুল্ক বিভাগের কর্মকর্তারা সেখান থেকে ১২ কেজির ১১০টি সোনার বার উদ্ধার করেন। এগুলোর আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।

এ ঘটনার এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনো প্রকাশ করেনি শুল্ক বিভাগ।