নরসিংদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি
নরসিংদীতে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি ২০১৬ উপলক্ষে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এই র্যালি বের করা হয়।
নরসিংদী পৌরসভা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের যৌথ আয়োজনে এই র্যালিটির উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক লিটন। র্যালিটি নরসিংদী পৌরসভা থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. কবির উদ্দিন, পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, নরসিংদী পৌরসভার সচিব ও কাউন্সিলররা এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।