নরসিংদী চেম্বারের নবনির্মিত ভবনের উদ্বোধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/23/photo-1453561922.jpg)
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চেম্বারের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আগামী ২০১৫-১৬ অর্থবছরের আয়-ব্যয়ের বাজেট পেশ করেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মোমেন মোল্লা। নিরীক্ষা প্রতিবেদন পেশ করেন সহসভাপতি মো. তাজুল ইসলাম।
পরে বেলুন উড়িয়ে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের নবনির্মিত তৃতীয় ও চতুর্থ তলার উদ্বোধন করেন জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রেহান উদ্দিন ও মোমেন সরকার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোমেন সরকার।
মোমেন সরকার গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয় তলা ও জজ ভূঞা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চতুর্থ তলা নির্মিত হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, সাবেক সভাপতি এ কে ফজলুল হক, উপদেষ্টা আফতাব উদ্দিন ভূঞা, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মোমেন মোল্লা, সহসভাপতি তাজুল ইসলাম, পরিচালক সাইফুল ইসলাম সোহেল, আলী হোসেন শিশির ও সঞ্জয় সাহা প্রমুখ।
অতিথিরা চেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত বেসিক বিউটিফিকেশন প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন নারী উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
চেম্বারের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে চেম্বার। এরই অংশ হিসেবে বাণিজ্য মেলা, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে।