ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার গভীর রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। উপজেলার ভবেরচর, ভাটেরচর ও আনারপুরা এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা, মেঘনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল, ঘন কুয়াশা ও বিপরীত লেন দিয়ে গাড়ি চলাচলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, মধ্যরাতে মহাসড়কের আনারপুরা এলাকায় বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ ছাড়াও ভাটেরচরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। এদিকে ভোররাতে মেঘনা সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়লে এবং ঘন কুয়াশার কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারার কারণেই এই যানজট সৃষ্টি হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জামাল উদ্দিন জানান, একাধিক স্থানে দুর্ঘটনা ও বিভিন্ন গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। তা ছাড়া অনেক চালক নির্দেশনা না মেনে বিপরীত লেনে ঢুকে যানজট আরো দীর্ঘ করে তোলে। আজ বেলা ১১টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ