এসপিজিআরসির সংবাদ সম্মেলন

চট্টগ্রামে আটকে পড়া পাকিস্তানিরা উচ্ছেদ আতঙ্কে

Looks like you've blocked notifications!
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি)। ছবি : এনটিভি

চট্টগ্রামে বসবাসরত আটকে পড়া পাকিস্তানিরা উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছে স্ট্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি)।

আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আবদুল জব্বার খান।

লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ১৪ এপ্রিল সিটি করপোরেশন এসপিজিআরসি নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন পুনর্বাসন না হওয়া পর্যন্ত অবাঙালিদের উচ্ছেদ বন্ধ রাখা হবে।

কিন্তু বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে চট্টগ্রাম সিটি করপোরেশনে নগরীর ফিরোজ শাহ কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। উচ্চ আদালতের নিষেধজ্ঞা থাকা সত্ত্বেও এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান বন্ধে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানান এসপিজিআরসি সভাপতি।