ঝালকাঠিতে ভূমি কার্যালয়ে আগুন
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ওই কার্যালয়ের রেকর্ড বই, খাজনা আদায়ের দাখিলা ও ডিসিআর বইসহ আসবাবপত্র পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাত ৪টার দিকে পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে। এ সময় তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কার্যালয়ের ভেতরের রেকর্ড বইসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে । খবর পেয়ে সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহসিলদার মো. আতিকুর রহমান জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে পোনাবালিয়া ইউনিয়নের ১৪টি মৌজার রেকর্ড বই, খাজনা আদায়ের দাখিলা, ডিসিআর বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা জানান, কেরোসিন দিয়ে কার্যালয়ের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহীর চারঘাটসহ কয়েকটি জেলা-উপজেলার ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।