চতুর্থ বিয়ের প্রস্তুতিই কাল হলো গণেশের!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/12/photo-1426169012.jpg)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চতুর্থ বিয়ের প্রস্তুতির সময় প্রথম স্ত্রীর স্বজনদের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভূজপুর থানার সুয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গণেশ নাথ (৩৫) ওই এলাকার মৃত ডা. যতীন্দ্র নাথের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর এনটিভি অনলাইনকে জানান, গণেশ এর আগে তিনটি বিয়ে করেছেন। বৃহস্পতিবার তিনি চতুর্থ বিয়ে করতে যাচ্ছিলেন। এ কারণে প্রথম স্ত্রীর স্বজনরা বুধবার সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে গণেশকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ওসি জানান, ঘটনার পর পরই প্রথম স্ত্রীর স্বজনরা পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।