২৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক
ময়মনসিংহে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে রিনা খাতুন (২৫) নামের এক নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ২-এর সদস্যরা।
এপিবিএন জানিয়েছে, রিনার কাছ থেকে ২৫ কেজি গাঁজা আটক করা হয়েছে। এসব গাঁজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানায় এপিবিএন। আজ বুধবার এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিবিএন ২-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পুলিশ সুপার ইব্রাহীম বলেন, ‘দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ী রিনা খাতুন ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করছিলেন। রিনা এপিবিএন ২-এর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির সামনে থেকে রিনাকে আটক করা হয় এবং পরে বাড়ি তল্লাশি করে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়। পরে রিনা আক্তারের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) টেবিল ৭(খ) ধারায় মামলা করে তাঁকে থানায় সোপর্দ করা হয়।

অনলাইন ডেস্ক