মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা বেলায়েত হোসেনের ইন্তেকাল

খাগড়াছড়ির রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বেলায়েত হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোর ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল রাতে রামগড় উপজেলা সদরে নিজ বাসভবনে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয় এ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিককে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের উপস্থিতিতে তাঁকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল।
পরে বাদ মাগরিব কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তাঁর ছোট ভাই খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাসহ সর্বস্তরের জনগণ।
এ ছাড়া বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুসংবাদ পেয়ে তাঁকে দেখতে ছুটে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান ও মনীন্দ্র লাল ত্রিপুরা। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।
উল্লেখ্য, বেলায়েত হোসেন ভূঁইয়া উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহসভাপতিসহ সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।