রাতে ঘর থেকে বের হয়ে খুন হলেন ব্যবসায়ী

Looks like you've blocked notifications!

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিনয় চন্দ্র সাহা (৪২) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আরভি কোল্ডস্টোরসংলগ্ন এলাকায় গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিনয় চন্দ্র সাহা ওই গ্রামের মৃত ভগেন্দ্র নাথ ওরফে পল্টু সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন বিনয় চন্দ্র সাহা। রাত সাড়ে ১১টার দিকে তিনি প্রস্রাব করার জন্য ঘর থেকে বের হয়ে বাথরুমে যান। এর পর তিনি ঘরে ফিরে না আসায় স্ত্রী ডাকাডাকি করেন। পরে তিনি ঘর থেকে বের হতে চাইলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পান।

এ সময় বিনয়ের স্ত্রী চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা খুলে দেয়। পরে বাথরুমের পাশে বিনয় চন্দ্রের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা তখন পুলিশে খবর দেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করীম জানান, বিনয় চন্দ্র পেশায় একজন ক্ষুদ্র আলু ব্যবসায়ী। ধাপেরহাট বাজারে মাঝেমধ্যে ছোট দোকানে তিনি আলু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বিনয় চন্দ্রের গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।