কৃষিবিদ হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

কৃষিবিদ হাবিবুর রহমান। ফাইল ছবি
ময়মনসিংহের কৃষিবিদ হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালিরহাট গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
গতকাল ভোর ৬টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাবিবুর রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা বিএনপির সহসভাপতি ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি, ল্যাবএইড গ্রুপ ও স্টেট ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের পরিচালক ডা. মাহবুবুর রহমান লিটনের বাবা।
হাবিবুর রহমানের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা শোক প্রকাশ করেছেন।