তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল
তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৭টা থেকে সোয়া ১০টায় পর্যন্ত এ নৌরুট বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আবদুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৭টার দিকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। ফলে দৌলতদিয়া ফেরিঘাটে আটটি, পাটুরিয়া ঘাটে চারটি ও নদীতে চলমান তিনটি ফেরি আটকে যায়।
নদীতে আটকে পড়া রজনীগন্ধা, বরকত ও গোলাম মওলা নামের ফেরিগুলোতে যানবাহন আছে।