চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে ইসমাইল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ইসলামপুর ইউনিয়নে ইসমাইল হোসেন নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে ইসমাইলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া বেলদারপাড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে ইসমাইলকে গতকাল শনিবার রাতে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে স্থানীয় একটি আমবাগানে কুপিয়ে হত্যা করে তারা। স্থানীয়দের সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে ইসমাইলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ