দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার সহকারী ঘাট ম্যানেজার খোরশেদ আলম জানান, গত রাত সাড়ে ১১টা থেকে পদ্মানদীতে ঘন কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে নয় ঘণ্টা নদী পাড়ি দিতে না পারায় যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাসসহ প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। এ সময় প্রচণ্ড শীতে যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সকাল ৯টার দিকে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর উভয় পাড়ের ১৫টি ফেরির মাধ্যমে আটকেপড়া যানবাহনগুলো পারাপার শুরু করে।