টাঙ্গাইলে তারানা হালিম

ডাক বিভাগকে আধুনিক ও ডিজিটাল সেবার উপযোগী করা হবে

Looks like you've blocked notifications!
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পুরোনো ছবি

ঐহিত্য ধরে রাখার সঙ্গে দেশের ডাক বিভাগকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল সেবার উপযোগী করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষামূলক ভাতা বিতরণের শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় তারানা হালিম বলেন,  ‘বাংলাদেশের প্রেক্ষাপট বদলে যাচ্ছে। বিশ্বের অর্থনৈতিক জরিপে আগামী ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হবে বলে দেখানো হচ্ছে। আমাদের মাথাপিছু আয় বেড়ে ১৩১৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ নুরুল কবির,  ডাক অধিদপ্তরের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা। অনুষ্ঠানে ২০ জন বয়স্ক ও ২০ জন শারীরিক প্রতিবন্ধীকে ভাতা তোলার ক্যাশ কার্ড প্রদান করা হয়।