আপন মামাতো ভাইকে অপহরণ, কলেজছাত্রী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
শেরপুরে আপন মামাতো ভাইকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্রী আরিফা সুলতানা তৃপ্তি (বাঁয়ে)। ছবি : এনটিভি

আপন মামাতো ভাইকে অপহরণের অভিযোগে শেরপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে চার বছর বয়সী অপহৃত শিশু কাজলকে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুরের বাগরাকসা এলাকার শাহ আলমের ছেলে কাজল নিখোঁজ হয়। বিকেলে শাহ আলমের কাছে মোবাইল ফোনে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। শাহ আলম শেরপুর সদর থানায় জানালে পুলিশ সন্দেহবশত শাহ আলমের আপন বোনের মেয়ে আরিফা সুলতানা তৃপ্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে পুলিশের জেরার মুখে তৃপ্তি স্বীকার করেন তিনি তাঁর মামাতো ভাই কাজলকে টাকার জন্য অপহরণ করেছেন। পরে পুলিশ তাঁর দেওয়া তথ্য মতে শেরপুর জেলা শহরের চকপাঠকের একটি বাসা থেকে কাজলকে উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম এনটিভি অনলাইনকে বলেন, রাতেই তৃপ্তির বিরুদ্ধে অপহৃত শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ বুধবার দুপুরে তৃপ্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।