বরিশালে শিশুসদনে শিশুর লাশ

বরিশাল সরকারি শিশুসদনের (এতিমখানা) একটি কক্ষ থেকে আজ শনিবার মশিউর রহমান (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শিশুসদনের সুপার হেমায়েত উদ্দিন এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, সদনের পঞ্চম শ্রেণির ছাত্র মশিউর রহমান বিকেলেও তার সহপাঠীদের সঙ্গে মাঠে খেলাধুলা করে। সন্ধ্যা ৭টার দিকে খবর আসে, যে কক্ষে সে থাকত সেই কক্ষের ফ্যানের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় মশিউর ঝুলছে। তাৎক্ষণিকভাবে তাকে নামিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, শিশুসদনের লোকজন নিজেরাই মশিউরের মৃতদেহ কথিত ঝুলন্ত অবস্থা থেকে নামানোয় প্রশ্ন দেখা দিয়েছে। তা ছাড়া এভাবে তাকে নামানোর ফলে প্রকৃত ঘটনা উদঘাটনে জটিলতার সৃষ্টি হবে।
ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
মশিউরের ঠিকানা কিংবা কোনো কিছু জানতে চাইলে রোববার অফিস সময়ে যোগাযোগ করতে বলেন হেমায়েত উদ্দিন।