মাগুরাকে মাদকমুক্ত করার ঘোষণা, পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

মাগুরাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আজ সোমবার দুপুরে মাগুরা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সংবর্ধনায় নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা খুরশিদ হায়দার টুটুল বলেন, পৌর নাগরিকদের সেবক হয়ে দায়িত্ব পালন করতে চাই
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুস্তম আলী।
পরে মেয়রসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছবেতারা বেগম, পারভীন আক্তার হাওয়া, মনিরা খাতুন সাবানা, সাধারণ কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশ, মোসলেম উদ্দিন বিশ্বাস, মীর শহিদুল ইসলাম বাবু, মকবুল হাসান মাকুল, হুমাউন মল্লিক, আবদুল গনি মোহন, সাকিবুল হাসান তুহিন, আশুতোষ সাহা ও আবু রেজা নান্টু নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সংবর্ধনা সভায় প্রকৌশলী সাইফুল ইসলাম হিরকের সভাপতিত্বে এবং মোল্লা আবদুল হান্নানের পরিচালনায় কয়েক হাজার নাগরিক উপস্থিত ছিলেন।
গত ৩০ ডিসেম্বর মাগুরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ নেতা খুরশিদ হায়দার টুটুল ২৭ হাজার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হন।