বরিশালে ৫০ মন জাটকাসহ আটক ১১
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাহেবেরহাট বন্দর থানাধীন লাহারহাট থেকে ৫০ মন জাটকা জব্দ করা হয়েছে। এসময় একটি ট্রাকসহ ১১জনকে আটক করা হয়েছে। পরে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতে এই ১১ জনকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়।
রোববার রাত ১২ টার দিকে বরিশাল জেলা মৎস বিভাগ ও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র জানান, জাটকাগুলো ট্রাকে করে অন্যত্র পাচার করার চেষ্টা চালানো হচ্ছিলো। পাচাররে সময় বরিশাল নৌ-ফাড়ি পুলিশের সাহায্যে সাহেবেরহাট বন্দর থানাধীন লাহারহাট অভিযান চালানো হয়।
পরে বরিশালগামী ওই ট্রাকটি ধাওয়া দিয়ে আটক করে সেখান থেকে ৫০ মন জাটকা জব্দ করা হয়। এসময় ১১ জনকে আটক করা হয়। জব্দ মাছগুলো এতিমদের মাঝে বিতরণ করে কর্তৃপক্ষ।