বরিশালে মাদকদ্রব্যসহ আটক ৬
বরিশালে থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তা সূত্রে জানাগেছে, সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদের নেতৃত্বে এস.আই তানজিল আহমেদের সঙ্গীয় টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিটি কর্পোরেশন এলাকার রুপাতলীস্থ ২৪ নং ওয়ার্ডে অভিযান চালানো হয়।
এসময় লালা দিঘীর পাড় সংলগ্ন আঃ লতিফ খাঁন সড়কস্থ মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ সহিদুল ইসলাম হাওলাদারের টিনশেড বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৩ পিস ইয়াবা ও ০২টি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, বাড়ির মালিক মোঃ সহিদুল ইসলাম হাওলাদার (২৮), সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা রোডের মোঃ ইউনুস হাওলাদারের ছেলে মোঃ ইয়াছির আরাফাত স¤্রাট হাওলাদার ওরফে বাপ্পী (২৭), চান্দু মার্কেট এলাকার মোঃ হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন হাওলাদার ওরফে বিপ্লব (২৭), রুপাতলীর মাওলানা ভাষানী সড়কের মাহ্মুদ-আল কবিরের ছেলে মোঃ মাহ্মুদ-আল মামুন ওরফে সোহেল (২৯) ও বাকেরগঞ্জের কলসকাঠী এলাকার আঃ লতিফ মীরের ছেলে মোঃ মামুনুর রহমান মীর ওরফে মামুন (২৮)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাতেই কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে রবিবার রাত ৮ টার দিকে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী গ্রামের হালিম গাজীকে ২৮ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাজী মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালিম গাজীর বাসায় অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে থাকা ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । এসময় তাকে আটক করা হয় এবং এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী এসআই মোঃ সেলিম মামলা দায়ের করবেন।