পঞ্চগড়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক
পঞ্চগড় থেকে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের গলেহা এলাকা থেকে ওই ছয়জনকে আটক করে পঞ্চগড় থানা পুলিশ।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন জানান, স্থানীয় জামায়াতের রোকন হাসান আলীর বাসায় কয়েকজন জামায়াত-শিবির নেতাকর্মী গোপন বৈঠক করছেন এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই সময় সেখান থেকে দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুয়েল ইসলাম (৩০), বোদা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল কাদের (২২), আটোয়ারি উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল মামুন (২০), স্থানীয় শিবিরকর্মী আশিক (২০), জামায়াতের স্থানীয় রোকন মো. হাসান আলী (৫৫) ও কর্মী মো. জিন্নাতকে (২৫) আটক করা হয়।
ওসি আরো জানান, অভিযানে একটি কম্পিউটার, ১১টি বাইসাইকেল, দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন সাংগঠনিক বই উদ্ধার করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা নিয়ে বিশেষ বৈঠক করছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।