১৬টি জাহাজ পাচ্ছে শিপিং করপোরেশন
বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) আরো শক্তিশালী করার জন্য নতুন ১৬টি জাহাজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিএসসি ভবনে প্রতিষ্ঠানটির বোর্ড সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান। সভায় পুরোনো দুটি জাহাজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক এম এইচ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বিএসসিকে ‘শিপিং লেস শিপিং করপোরেশন’ উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, ২৮ বছরের পুরোনো পাঁচটি জাহাজ দিয়ে চলছিল বিএসসির কাজ। এ অবস্থায় বিএসসিকে শক্তিশালী করার জন্য চীন থেকে আরো ছয়টি জাহাজ কেনা হচ্ছে। এখন এসব জাহাজ নির্মাণের কাজ চলছে। ২০১৮ সালের ডিসেম্বরে এসব জাহাজ দেশে আনা হবে।
এ ছাড়া আরো দুটি মাদার ট্যাংকার, চারটি অয়েল ট্যাংকারসহ ১০টি জাহাজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী। এসব জাহাজ সংযোজনের ফলে বিএসসি স্বয়ংসস্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মনে করেন মন্ত্রী।