আশুগঞ্জে ডাকাতের হামলায় ৪ পুলিশ আহত, আটক ২

Looks like you've blocked notifications!
আশুগঞ্জে আজ মঙ্গলবার ডাকাতদলের হামলায় আহত চার পুলিশকে ভৈরব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতদলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে আশুগঞ্জ সার কারখানার কাছে তারা মিয়ার চাতালকলে অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মো.ইদ্রিস মিয়া, কনস্টেবল ইব্রাহিম, আযম খান ও ছিদ্দিকুর রহমান। তাঁদের ভৈরব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর।

পুলিশ আটক দুজনের নাম প্রকাশ করেনি। তবে তাঁদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার আল মামুন বলেন, আজ রাত ৮টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল তারা মিয়া চাতালকলে বসে আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন খবরের ভিত্তিতে আট সদস্যের পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। চাতালকলে প্রবেশের পর ডাকাতদল অতর্কিতে তাঁদের ওপর হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের গুরুতর আহত করে। এ সময় কনস্টেবল ইব্রাহিমের বাঁ হাতের পাঁচটি রগ কেটে গেছে। 

এ ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আশুগঞ্জ থানা পুলিশকে বাকি ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।