স্বাস্থ্যমন্ত্রীর শাশুড়ির ইন্তেকাল
পাবনা জেলার প্রাক্তন শিক্ষা কর্মকর্তা মরহুম খোরশেদ আলমের সহধর্মিণী লুৎফুননেছা বেগম (৯২) আর নেই। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লুৎফুননেছা বেগম পাঁচ ছেলে, ছয় মেয়ে, বড় মেয়ের জামাই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও নাতি-নাতনি রেখে গেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে ও মেয়ে দেশে আসার পর তাঁকে সোমবার দাফন করা হবে বলে জানা গেছে।
মরহুমার বড় ছেলে পাবনা জজকোর্টের অ্যাডভোকেট আলহাজ মো. সাইফুল আলম বাবলু, মেজো ছেলে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মুকুল। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও মরহুমার জামাতাদের মধ্যে রয়েছেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ।
এদিকে লুৎফুননেছা বেগমের মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা