ভৈরবে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা
কিশোরগঞ্জের ভৈরবে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তিনদিনের জেলা ইজতেমা।
ভৈরবের শম্ভুপুর এলাকার মার্কাজ মসজিদের পেছনে সাতমুখী বিলের তীরে কিশোরগঞ্জ জেলার তাবলিগ জামাতের এই ইজতেমা অনুষ্ঠিত হয়। কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি শনিবার আখেরি মোনাজাতে শরিক হন বলে আয়োজকরা জানিয়েছেন।
ঢাকার কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এর আগে সকালে কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আব্দুল বারীর আমবয়ানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বয়ান শেষে ঈমান, আমল, আখলাক, কবর, হাশর, আখেরাত, দাওয়াত ও বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) এবং তাঁর শ্রেষ্ঠ সাহাবীদের জীবন ও চরিত্র ইত্যাদি বিষয়ে হেদায়েতমূলক বক্তব্য পেশ করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আব্দুর রশিদ।
গত ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ইজতেমায় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার কয়েক লাখ মুসল্লি অংশ নেন। এ ছাড়া উগান্ডা, সৌদি আরব, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া ও আফ্রিকার ছয়টি জামাতের ৬০ জন মেহমান শরিক হন এই ইজতেমায়।