সালথায় দুর্বৃত্তদের আঘাতে বৃদ্ধ নিহত

Looks like you've blocked notifications!

ফরিদপুরের সালথা উপজেলায় দুর্বৃত্তদের আঘাতে নিরোদ চন্দ্র শিকদার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী সুবা রানী বলেন, ‘আমার স্বামী শেষ রাতে বাইরে যাওয়ার জন্য আমাকে ঘুম থেকে জাগায়। আমি তাকে বলি তুমি যাও আমি আসতেছি। এ কথা বলেই আমি আবার ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে আমার স্বামীকে ঘরে দেখতে পাই না। এ সময় ঘরে থাকা আলমারি ও শোকেসের ড্রয়ার খোলা দেখা যায়। এরপর বাড়ির সবাইকে নিয়ে খোঁজাখুঁজির পর বাড়ির উত্তর পাশে পুকুর পাড়ে আমার স্বামীর লাশ দেখতে পাই। তবে আমি কাউকে দেখতে পাইনি।’

নিহতের ভাই সুধীর চন্দ্র শিকদার (শিক্ষক) বলেন, ‘আমাদের তিন ভাইয়ের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। আমাদের বাড়িতে মাঝেমধ্যেই চুরি হয়। চোর ছাড়া অন্য কোনো শক্র আমাদের নেই। আমার নিষ্পাপ ভাইকে যারা খুন করেছে, আমরা তাদের বিচার চাই।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, লাশের শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।