পাবনার বেড়ায় তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে কোন্দল
পাবনার বেড়ায় তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোন্দল দেখা দিয়েছে।
জাতসাখিনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশিক ইকবাল রোমেলকে মনোনয়ন না দিয়ে মনোয়নন দেওয়া হয়েছে আব্দুল গনি ফকিরকে। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন জানান, কেন্দ্র নির্দেশিত তৃণমূলের ভোটে, বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান টিপু, মাসুমদিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শামসুর রহমান সোমেজ, হাটুরিয়া নাকালিয়ার বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ প্রামানিক, রূপপুরে আব্দুল গফুর বিন গাফ্ফার, পুরান ভারেঙ্গার বর্তমান চেয়ারম্যান কে এম মনজেদ আলী, নতুন ভারেঙ্গায় মো. হাবিবুর রহমান বাচ্চু, কৈটলায় উপটজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান, জাতসাখিনী ইউনিয়নে মো. আব্দুল গনি ফকির ও চাকলায় মো. লুৎফর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে জাতসাখিনী এবং অন্য সব ইউনিয়নে বিএনপির মধ্যে কোন্দল দেখা দিয়েছে। জাতসাখিনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশিক ইকবাল রোমেল এনটিভি অনলাইনকে জানান, দলের উপজেলা সভাপতি আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক রইচ উদ্দিন অনৈতিক সুবিধা নিয়ে দলীয় মনোনয়নের জন্য তাঁর ইউনিয়নে অন্যের নাম পাঠিয়েছেন। তিনি বলেন, দলীয় প্রতীক না পেলেও তিনি এলাকার জনগণের স্বার্থে নির্বাচন করবেন।
বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বলেন, কেন্দ্র নির্দেশিত তৃণমুলের ভোটে প্রার্থী বাছাই করা হয়েছে।