হুমায়ুন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

Looks like you've blocked notifications!
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী হুমায়ুন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

মৌলভীবাজার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হুমায়ুন হত্যার প্রতিবাদে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে হুমায়ুন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়েছে।

আজ সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া আহমদ, নিহতের বড় ভাই মো. মামুনুর রশিদ, মনুমুখ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খালিছুর রহমান, খলিলপুর ইউপির সদস্য মো. নাজমুল ইসলাম ও মো. আব্দুল আহাদ, আমিরুল ইসলাম শাহেদ, মো. কনর মিয়া, মো. মতিউর রহমান লেবাছ মিয়া, মো. আবুল বশর, মো. আব্দুল আলী, আলী আহমদ, মো. আজমান মিয়া, মো. গাজী আবেদ, মো. জামিল হোসেন, মো. মশিউর রহমান নয়ন, জাকির হোসেন, কামরুল ইসলাম, মো. মিলন, এমদাদুল ইসলাম, শাহিন পাশা, মো. গৌছ উদ্দিন, মো. জাহাঙ্গীর মিয়া, মো. আজিজুর রহমান, মো. অয়ন, মো. নুরুল ইসলাম, মো. মুজিবুর রহমান, মো. রাজু, মো. শাফিন, মো. জুয়েল রানাসহ এলাকার সচেতন নাগরিকরা।

গত ২২ ফেব্রুয়ারি সদর উপজেলার সরকার বাজার আল-মাহবুব কমিউনিটি সেন্টারে খাবার নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বরের ভাই চেয়ার দিয়ে কনের ভাই এইচএসসি পরীক্ষার্থী হুমায়ুনকে আঘাত করে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুনের মৃত্যু হয়।