রাজবাড়ীতে ২ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীর পুলিশ আজ সোমবার সকালে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাইটকোড়া গ্রাম থেকে গৃহবধূ সাবিনা আক্তারের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর থানার পুলিশ। তিনি একই গ্রামের ওয়াসিম মণ্ডলের স্ত্রী।
জানা যায়, আট বছর আগে সাবিনা ও ওয়াসিমের বিয়ে হয়। তাদের সংসারে সাত বছরের একটি ছেলে রয়েছে।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ সাবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে এসআই বদিয়ার জানান, রোববার রাতে দাম্পত্য কলহের একপর্যায়ে ওয়াসিম তাঁর স্ত্রী সাবিনাকে মারধর করেন। মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে দেওয়া হয়। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
অপরদিকে পুলিশ একই উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে খোদেজা বেগম (৫০) নামের অপর এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি একই গ্রামের কোরবান আলী শেখের স্ত্রী।
রাজবাড়ী সদর থানার এসআই মামুন অর রশীদ জানান, খোদেজা বেগম দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পেটের ব্যথায় নিজেকে সামলাতে না পেরে ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তর করা হয়।
এ দুটি ঘটনায় রাজবাড়ী সদর থানায় পৃথক পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।