গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেই মাহফুজ আনামকে হয়রানি
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেই ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামকে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এক-এগারোর সময় আওয়ামী লীগের অনেক নেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এর চেয়ে মারাত্মক কথা বললেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে মহান একুশের চেতনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ।
বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘দুজন সম্পাদকের বিরুদ্ধে অনেক বক্তব্য শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সব সংবাদপত্রেই সংবাদগুলো প্রকাশিত হয়েছে। একমাত্র মুক্তিযোদ্ধা মাহফুজ আনাম, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। ভুল স্বীকার করেছেন। অন্যরা তো করেননি। এর চেয়েও অনেক মারাত্মক কথা বলেছেন গণমাধ্যমে ফজলুল করিম সেলিম, তাঁদের সাধারণ সম্পাদক আবদুল জলিল, ওবায়দুল কাদের এবং অন্য নেতৃবৃন্দ। কই, তাঁদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়ার কথা তিনি বললেন না।’
‘সম্পাদকদের বিরুদ্ধে বলেছেন, কারণ এটি তাঁদের পুরোনো অভ্যাস। বাকশালী অভ্যাস। সকল সংবাদপত্র তাঁরা বন্ধ করে দিয়েছিলেন। আবারো বন্ধ করার পাঁয়তারা তাঁরা করছেন’, যোগ করেন হাফিজউদ্দিন।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বর্তমান একদলীয় শাসনে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সত্য কথা বললে সংবাদপত্রের সম্পাদকদের জেলে যেতে হয়।