খুলনায় শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ
খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদ, মিল চালু এবং শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন শ্রমিকরা।
আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা আটরা শিল্প এলাকায় অবস্থিত মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা লাঠি মিছিল নিয়ে মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথে গিয়ে অবস্থান নেন।
অবরোধের কারণে সড়কের দুই পাশেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একই কারণে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে যশোরের রেল যোগাযোগ। শ্রমিকরা রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে অবস্থান নিয়েছেন।
খুলনা রেলস্টেশন ম্যানেজার ফজলু শেখ জানান, রেলপথ অবরোধের কারণে দুটি ট্রেন আটকা পড়ে আছে।
এদিকে, বিক্ষোভরত শ্রমিকদের পাশে পুলিশ অবস্থান নিলেও তারা আন্দোলনে কোনো বাধা দেয়নি।
অবরোধ কর্মসূচি চলাকালে আলিম জুট মিল রক্ষা কমিটির সভাপতি ও মিল সিবিএর সাধারণ সম্পাদক আবদুর রশিদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সিবিএর সভাপতি আবদুস সালাম জমাদ্দার, সাইফুল ইসলাম লিটু, আবদুল হামিদ সরদার, হাফেজ আবদুস সালাম, আমিনুল ইসলাম, মো. আকবার আলী প্রমুখ।
বক্তারা বিজেএমসির নিয়ন্ত্রণে মিলটি দ্রুত চালুর দাবি জানান। তা না হলে প্রতিটি শ্রমিক অমৃত্যু আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তাঁরা।
এর আগে ১০ ফেব্রুয়ারি শ্রমিকরা ছয় ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। গত বছরের আগস্ট থেকে আলিম জুট মিলের শ্রমিকরা লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা