লক্ষ্মীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ মঙ্গলবার দুপুরে তিন মাসের একটি শিশু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া শিশুর নাম মিম। সে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের নুরুল আমিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির মা শামছুন নাহার চিকিৎসার জন্য তাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক নারী শিশুটিকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুর রহমান জানান, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।