ময়মনসিংহে ‘বিসিএস ডিজিটাল এক্সপ্রো’ শুরু

‘হাওর জঙ্গল মৈষের শিং, ডিজিটাল হচ্ছে মৈমনসিং’

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে বিসিএস ডিজিটাল এক্সপো মেলায় অতিথিরা। ছবি : এনটিভি

‘হাওর, জঙ্গল মৈষের শিং, ডিজিটাল হচ্ছে মৈমনসিং’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো’ মেলা শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ময়মনসিংহ জেলা শাখা এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনের পর ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তিকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার, যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, জেলা সভাপতি শাহীন মোহাম্মদ আসিফ, মেলার আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।

পরে ধর্মমন্ত্রীসহ অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় সাতটি প্যাভিলিয়ন, কম্পিউটার, হার্ডওয়্যার, সফ্টওয়্যার, নেটওয়ার্ক, ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবনধারা ভিত্তিক প্রযুক্তি সামগ্রীর ৫২টি স্টল রয়েছে।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। পাঁচ দিনব্যাপী মেলা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।