দাউদকান্দিতে মাইক্রোচালক আটক, গাঁজা-ফেনসিডিল উদ্ধার

Looks like you've blocked notifications!
কুমিল্লার দাউদকান্দিতে গতকাল গাঁজা-ফেনসিডিলসহ আকরাম নামের এক মাইক্রোচালককে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ছবি : এনটিভি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির পেন্নাই রাবেয়া সিএনজি স্টেশনের পাশ থেকে আকরাম (২৮) নামের এক মাইক্রোবাসের চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।

আটক আকরামের বাড়ি গাজীপুরের জয়দেবপুর উপজেলার কাশিমপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মাজেদ গাজী।

আটকের পর আকরামের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এনটিভি অনলাইনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সন্ধ্যা ৭টায় ঢাকাগামী মাইক্রোবাসটিকে তল্লাশি চালিয়ে এর ভেতরে থাকা ১০০ কেজি গাঁজা ও ১০০ পিস নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করি এবং মাইক্রোবাস চালক আকরামকে আটক করি।’

ওসি আরো বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।