শেষ সময়ে জমজমাট বইমেলা
ছুটির দিন শুক্রবার সকালে অমর একুশে গ্রন্থমেলায় অভিভাবকসহ শিশুদের উপস্থিতি ছিল অনেক বেশি।
গত বুধবারের ঝড়-বৃষ্টির কারণে বইমেলার ক্ষতি পোষানোর জন্য শুক্রবার আধা ঘণ্টা আগেই সকাল ১০টায় মেলা শুরু হয়।
শনিবারও ১১টার পরিবর্তে সকাল ১০টায় মেলা শুরু হবে। এ ছাড়া রবি ও সোমবার মেলা শুরু হবে বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা থেকে।
অভিভাবকসহ স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এবারের গ্রন্থমেলায় এটিই সর্বশেষ শিশুপ্রহর।
দুপুরের পর মেলায় লোকসমাগম আরো বাড়বে বলে আশা করছেন প্রকাশকরা।
মেলায় গতকাল পর্যন্ত নতুন বই এসেছে প্রায় তিন হাজার। প্রকাশকরা বলছেন, বৃষ্টির কারণে বইয়ের যে ক্ষতি হয়েছে, তা পূরণে মেলার দৈনিক সময়সীমা আরো বাড়ানো উচিত।

অনলাইন ডেস্ক