‘বাঙালির আত্মপরিচয়ের বলিষ্ঠ ধারা লোকসংস্কৃতি’

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের সদর উপজেলার চর আনন্দীপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় লোকসংস্কৃতি উৎসব আজ শুক্রবার শুরু হয়েছে। ছবি : এনটিভি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেছেন, সংস্কৃতি হলো সাম্প্রদায়িকতা নাশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি রুখতে আবহমান বাংলার চিরায়ত অসাম্প্রদায়িক চেতনাকে সাধারণ মানুষের মধ্যে নতুন করে ছড়িয়ে দিতে হবে। বাঙালির আত্মপরিচয়ের বলিষ্ঠ ধারা এ লোকসংস্কৃতি। হাজার বছরের সাংস্কৃতিক চর্চায় ঐশ্বর্যময় এ সর্বজনীন ধারা মিশে আছে এই মাটির প্রতিটি সস্তানের রক্তে।

শুক্রবার ময়মনসিংহের সদর উপজেলার চর আনন্দীপুরে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধনকালে কামাল লোহানী এসব কথা বলেন।

বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। শহুরে ধারা ভেঙে এবার ময়মনসিংহের ব্রহ্মপুত্রের তীরে এক নিভৃত পল্লীতে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামে বিভাগীয় লোকসংস্কৃতি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবদুস সালাম রিপনের সভাপতিত্বে আলোচনা পর্বে মুখ্য আলোচক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। আলোচনায় আরো অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন প্রমুখ।

অধ্যাপক যতীন সরকার বলেন, লোকসংস্কৃতি হলো আমাদের শেকড়। লোকসংস্কৃতিই পারে মৌলবাদ-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। তাই দেশের গ্রামগঞ্জে লোকসংস্কৃতির চর্চা আরো বাড়াতে হবে। বিভাগীয় লোকসংস্কৃতি উৎসবের মতো আয়োজন যত বেশি হবে, ততই সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।

আলোচনা শেষে দলীয় লোকনৃত্য, একক লোকসংগীত, গীতিনাট্য চন্দ্রাবতী, রূপচাঁন সুন্দরীর পালা ও বাউল গান পরিবেশিত হয়।