মঠ অধ্যক্ষ হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিক্ষুব্ধরা বলেন, সরকার যদি একটি সংখ্যালঘু কমিশন গঠন করত, তাহলে এ ধরনের সব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত হতো। তাই অবিলম্বে একটি সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান তাঁরা।
গত ২১ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়ার পাশে শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গোপাল চন্দ্র রায় নামের এক পূজারি গুলিবিদ্ধ হন। নির্মল চন্দ্র ওরফে নিতাই চন্দ্র ও গোপালের মা চিরতা রানী আহত হন।
এ ঘটনায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
এ বি এম ফজলুর রহমান (পাবনা) : মঠ অধ্যক্ষ হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ।
শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আবদুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সদস্য খোকন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সহসভাপতি কৃষ্ণ কুমার সান্যাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমেন সাহা ভানু, প্রভাষ ঘোষ দুখু, সাংগঠনিক সম্পাদক আশীষ বসাক, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি সৌমিত্র সাহা অপু, সাধারণ সম্পাদক অমিত কুমার কুণ্ডু, সহসভাপতি অচিন্ত্য ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রুমন রায়, লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক ভাস্কর সান্যাল, প্রচার সম্পাদক রবিলাল কুণ্ডু, তথ্য ও গবেষণাবিয়ক সম্পাদক কলিট তালুকদার, পরিবেশবিষয়ক সম্পাদক জীবন প্রামাণিক প্রমুখ।
ভজন দাস (নেত্রকোনা) : মঠ অধ্যক্ষ হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে শুক্রবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক পুতুল রঞ্জন রায় বিশ্বাস, সাধারণ সম্পাদক দেবদুলাল তালুকদার, নলিনী রঞ্জন সরকার, শিপ্রা তালুকদার, বিশ্বজিৎ সরকার, রতন শর্মা প্রমুখ।
বক্তারা মঠ অধ্যক্ষ হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। এ সময় তাঁরা হিন্দু বিবাহ বিচ্ছেদ আইন সংযোজনের বিরোধিতা করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আহমেদ সাব্বির সোহেল (মানিকগঞ্জ) : পুরোহিত হত্যা ও হিন্দু বিবাহ বিচ্ছেদ আইন সংযোজনের চেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় হিন্দু মহাজোট।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শুক্রবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রভাষক বাসুদেব সাহা। এ সময় বক্তব্য দেন তাপস রাজবংশী, প্রণয় কুমার বিশ্বাস, লিপু হালদার, বিপ্লব কুমার মণ্ডল, রামপ্রসাদ আর্য, গৌতম দাশ, বিকাশ রাজবংশী, হৃদয় চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সমাজের প্রতি অত্যাচার হচ্ছে। পুরোহিতসহ ধর্মযাজকদের হত্যা করা হচ্ছে। আগের হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এসব চালিয়ে যাচ্ছে।
আবুল কালাম আজাদ (লক্ষ্মীপুর) : মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গুলি করে হত্যা ও হিন্দু বিবাহ বিচ্ছেদ আইন সংযোজনের চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে হিন্দু মহাজোট।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের জ্যেষ্ঠ সহসভাপতি কৃষ্ণ কুমার বর্মণ, হিন্দু মহাজোট লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক কার্তিক সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগের সভাপতি এ কে এম শাহ্জাহান কামাল, হিন্দু মহাজোটের নেতা গৌতম মজুমদার, শিমুল দেবনাথ প্রমুখ।