পানিতে ডুবে শিশু ২ ভাইয়ের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে লতব্দি ইউনিয়নের কংসপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুদের নাম রায়হান (৪) ও তার ছোট ভাই জিহান (২)। তারা কংসপুরা গ্রামের বাছল আলী মাতবরের ছেলে।
এলাকাবাসী জানায়, শিশু দুটির মা রাবেয়া বেগম জোহরের নামাজ পড়ে দুপুরের খাবারের জন্য তাদের খোঁজ করেন। পরে পাশের বাড়ির একটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। আশপাশের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।