ঝিনাইদহ সদর জামায়াতের আমির গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/27/photo-1456587414.jpg)
গ্রেপ্তারের পর ঝিনাইদহ সদর থানা জামায়াতের আমির মতিয়ার রহমান। ছবি : এনটিভি
নাশকতা মামলার আসামি ঝিনাইদহ সদর থানা জামায়াতের আমির মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের নিজ বাড়ি থেকে মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, জামায়াত নেতা মতিয়ার রহমান দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, মতিয়ার রহমান বাসে পেট্রলবোমা, বিষয়খালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধসহ পাঁচটি মামলার পলাতক আসামি।