চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৯

Looks like you've blocked notifications!
দুর্ঘটনায় আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : এনটিভি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনের সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন।

আজ রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম ফারুক। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায়।

আহত নয়জনের মধ্যে ছয়জন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁরা ঢাকা থেকে ক্লাস করতে চট্টগ্রাম যাচ্ছিলেন।

আহত ব্যক্তিদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত একজনসহ ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনের সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, চৌদ্দগ্রাম থানা পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে। বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।