গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ৩ আরোহী নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দরিবাউশিয়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দিগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় একই পরিবারের কাজল রানী দাস (১৮), রতন চন্দ দাস (৩০) ও চালক সজল (৩০) নিহত হন।
গজারিয়া ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে চালক মারা যান।