ব্যারিস্টার আনিসুলও এক-এগারোর কুশীলব : এরশাদ

Looks like you've blocked notifications!
আজ রোববার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি : এনটিভি

এক-এগারোর ‘কুশীলব’ হিসেবে নিজ দলের নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। 

আজ রোববার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি। 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে। এক-এগারোর কুশীলব হিসেবে পাঁচজনের নাম এসেছে। কিন্তু আসলে তারা ছিল পাঁচজন। আরেকজন কে জানেন? তিনি হচ্ছেন আমার দলের ব্যারিস্টার আনিসুল ইসলাম। আমাকে জোর করে আটকে রেখে তিনি দলের দায়িত্ব নিয়েছিলেন।’

এরশাদ আরো বলেন, ‘সে সময় আওয়ামী লীগের শেখ হাসিনা ও বিএনপির খালেদা জিয়া দলের প্রধান ছিলেন। কিন্তু সেনাবাহিনীর সহায়তায় আমার কাছ থেকে দলের চেয়ারম্যানের দায়িত্ব কেড়ে নিয়ে আনিসুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন।’

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান জি  এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।